একটা রাত অনেকখানি নির্জনতা, ডায়রী-কলম সঙ্গী কিছুটা উদাসীনতা,
হাতে জ্বলন্ত সিগারেট কষ্টে পোঁড়া, আজ লিখব কিছু হয়ত হবে ছন্নছাড়া।
মানুষ দেখেছি, বাস্তবতাকে এড়িয়ে চলে নির্লজ্জ কিছু স্বপ্ন বোনে,
দেখেছি মানুষ, তিলে তিলে নিঃশেষ হয়, বাস্তবতার নির্মম নিষ্ঠুর ছোবলে।
দেখেছি আমার মরণ যন্ত্রণা, পেয়েছি তোমার নির্লিপ্ত ভালবাসা,
আর কিছু মিথ্যে স্বপ্ন, যা আমার হৃদয়ে সযতনে রাখা।
দেখেছি, মায়ের কোলে খেলায় মত্ত মমতায় জড়ানো নিঃষ্পাপ শিশু,
রাতে দেখেছি সেই মায়ের বুকেই, হিংস্রোতা নিয়ে খেলছে কিছু মাতাল পশু।
কিছু বিলাসীতায় মত্ত মানুষ আর তাদের ফুর্তি
দেখেছি, রাস্তার পাশে ক্ষুধার্ত শিশু, শুনেছি পথিকের কাছে তার আরতি।
হায় মানুষ, ঘৃণা ভরে দূরে ঠেলে, আছো না জানি কোন সুখে?
ধিক্কার তোমাদের এই মানব জন্মকে।
কিছু লিখতে বসেছিলাম, কিন্তু কোনটা লিখব
তাই শেষ বারের মত ফুসফুসটা জ্বালিয়ে
নিজেকে ভাসিয়ে দিলাম নষ্ট স্বপ্নের দেশে।
এভাবেই আমার বৃথা রাত্রি জাগা,
Next page-এ যায় না কখনই, আমার ডায়রীর পাতা।
বসে বসে ভাবি একাকী নিভৃতে
এগুলো যদি কষ্ট না হয়, কষ্ট কি তবে?
হয়ত আমি কষ্ট দেখি নি, দেখবোও না কোনকালে।
শুধু এই শূণ্য দেহ, একদিন পড়ে রবে নষ্ট মাটির ঘরে।
০৩ মার্চ - ২০১১
গল্প/কবিতা:
৯ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
-
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
-
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
-
তৃতীয় পুরস্কার সনদপত্র।
আগামী সংখ্যার বিষয়
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪